fbpx

হাওরে নৌকাডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনে হাওর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- করিমগঞ্জ উপজেলার নোয়াবাইদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০), তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫)।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, সকাল ৮টায় চার সদস্যের ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের পর তার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্যা বলেন, সোমবার দুপুরে তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে হাওরে মাছ চাষের জন্য নৌকায় করে গাছের ডালপালা নিয়ে পাঁচজন রওনা দেন। তারা সবাই ইটনা সদর ইউনিয়নের বেতেগায় যাচ্ছিলেন। কিন্ত এন সহিলা গ্রামের হাওরে ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। দুজন সাঁতরে অপর একটি মাছ ধরার নৌকায় উঠতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply