fbpx

হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করতে সুইস সরকারের ওপর চাপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করতে সুইস সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভস সিকিউরিটি কমিটি হামাসকে নিষিদ্ধ করতে চায় এবং তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়।

কমিশন বলছে, ইসরাইলের ওপর সাম্প্রতিক হামলা প্রমাণ করেছে হামাস একটি সন্ত্রাসী সংগঠন।

সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস বলেছেন, সুইজারল্যান্ড সরকার আল-কায়েদার সঙ্গে যে অবস্থান নিয়েছিল হামাসের সঙ্গেও তেমন অবস্থান নিতে পারে। এ বিষয়ে ফেডারেল কাউন্সিলে আলোচনা হবে।

কিছুদিন ধরে সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টনে ইসরাইলে হামাসের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সভা-সমাবেশ হচ্ছে। সুইজারল্যান্ডের ইহুদি সংগঠনগুলো বারবার হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার দাবি জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মতো নিরপেক্ষ সুইজারল্যান্ড হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি। সুইজারল্যান্ডের নিজস্ব জাতীয় সন্ত্রাসী তালিকা নেই। দেশটির মতে, এটি শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যা হামাসকে এখনো একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেনি।

মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে, এমনকি ইসলামপন্থি হামাস ও ধর্মনিরপেক্ষ ফাতাহ গোষ্ঠীর মধ্যে সংলাপে জড়িত সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সুইজারল্যান্ড। কিন্তু হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলে গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগের অনুমতি দেওয়া হবে না।

শনিবার হামাস ইসরায়েলে হামলা করার পর রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য একটি জরুরি বৈঠক করেছে। ওই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা হামাসের এই জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement
Share.

Leave A Reply