fbpx

হালনাগাদ করতে হবে ভাড়া‌টিয়ার তথ্য, সময় ১৫ দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফের ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। আগামী ১৫ দিনের মধ্যে সব বাসার ভাড়া‌টিয়ার তথ্য হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে বলেও নির্দেশ দেয় ডিএমপি। মূলত অপরাধীদের দমন ও তাদের গ্রেফতার করতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

রবিবার (৩১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অপরাধ দমনে পু‌লি‌শের বি‌ভিন্ন কৌশ‌লের অংশ হি‌সে‌বে আবারও রাজধানীর ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করতে যাচ্ছে বলে জানান ডিএমপির এই কমিশনার। আর এজন‌্য প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে ৫০টি থানায় নি‌র্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মূলত অপহরণের কয়েকটি ঘটনা তদন্ত করে দেখা গেছে, অপহরণকারীরা ভুল তথ্য দিয়ে বাসা ভাড়া নিয়ে তাদের কাজ শেষে চলে যায়। পরে ওই নির্দিষ্ট বাসায় গিয়ে তাদের আর কোনো তথ্য পাওয়া যায় না। তাই এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এজন্য আবারও এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান হাফিজ আক্তার।

এছাড়া নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক ডিভিশন ও থানায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, কয়েক বছর আগেও রাজধানীর সব ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করেছিল ডিএমপি।

Advertisement
Share.

Leave A Reply