fbpx

হাসপাতালে ভর্তি সাংবাদিক তোয়াব খান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

গত রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

৮৭ বছর বয়সী দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান গত বছর নভেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনামুক্ত হলেও করোনা পরবর্তী নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

তোয়াব খান সাংবাদিকতায় এসেছেন ১৯৫৫ সালে। ২০১৬ সালে একুশে পদক অর্জন করেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এছাড়া, দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।

Advertisement
Share.

Leave A Reply