fbpx

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স এর কাজ হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে: মেয়র আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

৪ঠা মার্চ বৃহস্পতিবার ডিএনসিসির গুলশান কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট রিজওয়ান রহমানের সাথে বৈঠক শেষে এ কথা বলেন মেয়র। বৈঠকে ডিসিসিআই ও ডিএনসিসি যৌথভাবে ঢাকাকে একটি স্মার্ট সিটি এবং নাগরিক সেবা আরো সহজ করার লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠক শেষে মেয়র বলেন, ঢাকা উত্তরের বিভিন্ন সড়কে ৪৬ হাজারের বেশি এলইডি লাইট স্থাপন করা হয়েছে। নাগরিক সেবা সম্পর্কিত অভিযোগ সমাধানে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে। এতে নাগরিক সেবা চলে আসবে জনগনের হাতের মুঠোয়।

রাজধানীতে মশা নিধনসহ অন্যান্য সেবা আরো সহজভাবে জনগনের দোরগোরায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে ডিএনসিসি। নগরকে এগিয়ে নিতে গবেষণা ও উন্নয়নের কোন বিকল্প নেই বলে জানান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply