fbpx

১০ দিনের কঠোর লকডাউনে টেকনাফ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আবারও দেওয়া হয়েছে দশ দিনের কঠোর লকডাউন। ২১শে মে শুক্রবার সকাল ৬টা থেকে ৩০শে মে রাত ১২টা পর্যন্ত বাস্তবায়িত হবে লকডাউনের সব বিধি নিষেধ। ফলে এসময়ে টেকনাফ থেকে কেউ বের হতে পারবে না, আবার বাইরে থেকে কেউ টেকনাফে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ‘কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে আবারও ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এ উপজেলায় শুক্রবার সকাল থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই উপজেলার সর্বত্র মাইকিং করে লকডাউন এর বিধি নিষেধ বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়েছে।‘

তিনি বলেন, ‘লকডাউন সময়ে টেকনাফ থেকে কোনও লোক বাইরে এবং বাইরে থেকে কেউ ভেতর প্রবেশ করতে পারবে না। শুধু ওষুধের দোকান ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত হাট বাজার ও দোকানপাট খোলা থাকবে। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকবে।’

Advertisement
Share.

Leave A Reply