fbpx

১৫১৭ কোটি টাকায় পরামর্শক নিয়োগ পাতাল রেল প্রকল্পে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণ প্রকল্পে জাপান, ফ্রান্স, ভারত ও বাংলাদেশের আট প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিযুক্ত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এমআরটি লাইন-১ এর সার্বিক নির্মাণ কাজ তদারকি করবে এসব প্রতিষ্ঠান। পরামর্শক সেবার চুক্তিমূল্য ১ হাজার ৫১৭ কোটি টাকা।

এমআরটি লাইন-১ এর দুটি রুট। প্রথম রুট বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পুরোপুরি পাতালপথে হবে। নতুনবাজার-পূর্বাচলের দ্বিতীয় রুটটি হবে উড়াল পথে। পুরো মেট্রোটি নির্মাণে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল ৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনের পর মানুষ অপেক্ষা করে আছে মেট্রোরেলের। একইসঙ্গে আগামী বছররের ডিসেম্বর পুরো মেট্রোরেলের কাজ শেষ হবে। ২০৩০ সালের মধ্যে মোট ৬টি মেট্রোরেলের কাজ শেষ হবে। পাতাল পথে বিমানবন্দর থেকে কমলাপুর পুর্যন্ত ২৪ মিনিটে যাওয়া যাবে।

Advertisement
Share.

Leave A Reply