fbpx

১৫ দিনেই ১১৫ কোটির বেশি ডলার পাঠিয়েছে প্রবাসীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এপ্রিলের ১৫ দিন না যেতেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধারা অব্যাহত থাকলে শুধু এপ্রিল মাসেই রেমিট্যান্সের পরিমাণ হবে ২৩০ কোটি ডলারেরও বেশি।

গত বছরের এপ্রিল মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছিলো ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। এবছর এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই তার চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স জমা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, করোনাকালীন প্রতিকূলতা উপেক্ষা করে প্রবাসী আয়ের এ গতি অব্যাহত থাকবে এবং চলতি মাসে রেমিট্যান্সের পরিমাণ ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এদিকে ব্যাংকাররা বলছেন, অন্যান্য সময়ের চেয়ে ঈদের আগে প্রবাসীরা বরাবরই বেশি অর্থ পাঠান। তাই এই মাসের পরবর্তী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে। তাতে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এর মধ্যেও রেমিট্যান্স পাঠানো বন্ধ করেনি প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ইতালি, বাহরাইন, ফ্রান্স, জর্ডান থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে আসে।

Advertisement
Share.

Leave A Reply