fbpx

১৫ মাসে ভার্চুয়ালি জামিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০ সালের ১১ মে থেকে চলতি মাসের ১০ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন জামিন পেয়ে মুক্ত হয়েছেন এবং ২ হাজার ২৬১ জন শিশু জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, করোনার কারণে ভার্চুয়ালি কার্যক্রম শুরু করে আদালত। ২০২০ সালের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলাকালে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়ালি শুনানিতে মোট ৩ লাখ ১৫ হাজার ৫৬৮টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এদের মধ্যে শিশু আদালতে ভার্চুয়ালি শুনানির মাধ্যমে ২২৬১ জন জামিনে মুক্তি পেয়েছে।

এছাড়া চলতি বছরের ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়ালি শুনানিতে মোট ১৫ হাজার ৩৪০টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৯ হাজার ৬২২ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply