fbpx

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ব প্রকৃতি, বন্য প্রাণী  নিয়ে বর্ষসেরা কয়েকটি ছবি নির্বাচন করেছে লন্ডনের ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম। নিচে ২০২০- এর সেরা ছবিগুলো :

 আলিঙ্গন

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

মুহূর্তটি পেতে গোরোসকোভের অপেক্ষা করতে হয়েছিল ১১ মাস।

ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২০ পুরস্কার জিতে নিয়েছেন রুশ ফটোগ্রাফার গোরোসকোভ ৷ রাশিয়ার পূর্বাঞ্চলের একটি বনে এক সাইবেরিয়ান বাঘিনী মাঞ্চুরিয়ান ফার গাছের গুড়ি দুই হাতে জড়িয়ে ধরে আছে৷ লুকিয়ে রাখা ক্যামেরায় এই মুহূর্তটি পেতে গোরোসকোভের অপেক্ষা করতে হয়েছিল ১১ মাস।

সব মৌসুমের শেয়াল

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

যুক্তরাষ্ট্রের ওয়াইমিংয়ের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক থেকে ছবিটি তোলেন জন ব্লুমেনকাম

এই ছবিটি তুলেছেন জন ব্লুমেনকাম নামের এক মার্কিন ফটোগ্রাফার। সাদা বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়া অ্যামেরিকান লাল শেয়ালের ছবিটির নাম ‘ সব মৌসুমের শেয়াল’। গেল বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াইমিংয়ের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক থেকে ছবিটি তোলেন তিনি।

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

১ থেকে ১৪ বছর বয়সিদের বিভাগে বিজয়ী হয়েছেন স্যাম স্লোস

এ মিন মাউথ ফুল

১১ থেকে ১৪ বছর বয়সিদের বিভাগে বিজয়ী হয়েছেন স্যাম স্লোস৷ একটি ক্লাউন মাছের ছবি তুলেছে সে৷ ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপ থেকে ছবিটি তোলা হয়েছে।

শেয়ালের খপ্পরে বুনো হাঁস

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

লিনা হেকিনেন, ফিনল্যান্ড

একটি বাচ্চা শেয়াল একটি বুনো হাঁসকে কামড়ে খাচ্ছে — এই ছবিটি তুলেছেন ফিনল্যান্ডের টিনএজ ফটোগ্রাফার লিনা হেকিনেন। ১৫-১৭ বছর বয়সী ফটোগ্রাফারদের ক্যাটেগরিতে এটি সেরা ছবি হিসেবে বিবেচিত হয়।

উড়ন্ত প্রতিবেশী

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

 

ইনভার্ট্রিব্রেট বিহেভিয়ার’ ক্যাটাগরিতে এই ছবিটির জন্য পুরস্কার জিতেছেন ফ্র্যাঙ্ক ডেশান্ডলস৷ পিঁপড়ের বাসায় ঢোকার আগ মহূর্ত উড়ন্ত পিঁপড়েদের ছবিটি তুলেছেন তিনি৷

দ্যা পোজ

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

অ্যানিমাল পোর্ট্রেট বিভাগে এবার সেরা ছবি হিসেবে বাছাই হয়েছে এটি

এটি একটি প্রবোসিস জাতের পুরুষ বাঁদরের ছবি। অ্যানিমাল পোর্ট্রেট বিভাগে এবার সেরা ছবি হিসেবে বাছাই হয়েছে এটি। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অভয়ারণ্যে এই ছবিটি তোলেন ডেনমার্কের মগেন্স ট্রোল।

মা বলেছেন দৌড় দাও

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

ছয় বছর ধরে অনুসরণের পর শানুয়ান এই ছবিটি তুলতে সমর্থ হন

এই বন বিড়ালের বাচ্চাগুলিকে দেখা যায় উত্তর-পশ্চিম চীনের চিংহাই-তিব্বত মালভূমিতে। ছয় বছর ধরে অনুসরণের পর শানুয়ান এই ছবিটি তুলতে সমর্থ হন। স্তন্যপায়ী প্রাণী বিভাগে এই ছবিটি সেরা পুরস্কার জিতেছে।

সোনালী মুহূর্ত

২০২০ এর সেরা নির্বাচিত কয়েকটি দৃশ্যশিকার

পানির নিচের বৈচিত্র ক্যাটাগরিতে এই ছবিটি সেরা নির্বাচিত হয়েছে। ফিলিপাইনের এনিলাও উপকূল থেকে ছবিটি তোলা হয়েছে

 

Advertisement
Share.

Leave A Reply