fbpx

২১ বাংলাদেশি ক্রিকেটার পিএসএল ড্রাফটে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২১ জন বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন। দেশটির টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসের মতো খেলোয়াড়রা ড্রাফটে জায়গা পেয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আগে থেকেই সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৬ জন বাংলাদেশি।

বুধবার (৬ ডিসেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে আগামী পিএসএলের নিলামে বাংলাদেশের ২১ ক্রিকেটারদের নাম নিবন্ধনের বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে ২২টি দেশের মোট ৪৫৮ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন ৪৬ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৭৬ জন ক্রিকেটার। এই ক্যাটাগরিতে বাংলাদেশের ৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন।

পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলেছিলেন টাইগার অধিনায়ক সাকিব। গতবার ছাড়াও বেশ কয়েকবার বাবর-রিজওয়ানদের লিগে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি ছাড়াও প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রেহমান, ইংল্যান্ডের ডেভিড মালান নেপালের সন্দ্বীপ লামিচানের মতো খেলোয়াড়রা।

পিএসএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স।

Advertisement
Share.

Leave A Reply