fbpx

৩ দিনের সফরে ডেনিশ রাজকন্যা এখন ঢাকায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে তিন দিনের সফরে এসেছেন ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও সুন্দরবনের ঝুঁকিপূর্ণ মানুষের অবস্থা দেখতেই মূলত তার এই বাংলাদেশ সফর।

সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রথম দিনই প্রিন্সেস মেরি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে  রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তার উপস্থিতিতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেইজমেন্ট’ শীর্ষক ওই সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ফ্লেমিং মুলার। সেখানে মুলারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

বিকালে ডেনিশ রাজকুমারীর কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বুধবার কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে সুন্দরবন এলাকায় যাবেন তিনি। সেখানে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি বন সংরক্ষকদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply