fbpx

৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বকেয়া বিল না পাওয়ায় ঢাকার তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে নেমেছে তিতাস। আজ (সোমবার) সকাল ১০ টা থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আই অভিযান শুরু করে তারা।

বিষয়টি জানিয়েছেন তিতাসের মেট্রো ঢাকা বিপণন ডিভিশনের (উত্তর) এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, ৪২টি দলে ভাগ হয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে। কিন্তু বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

রাজধানীর রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় ৩ হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্ন করতে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply