fbpx

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আদমজী ইপিজেডের আগুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে বেলা ১২টায় আগুন লাগে, যা এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

এদিকে পাওয়ার প্ল্যান্টে আগুন লাগার ঘটনায় নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।

১৭ জুন (শুক্রবার) বেলা ১২টার দিকে এই আগুন লাগে। আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় এখনো আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে আগুন লাগার সাথে সাথে ইপিজেডের সব শ্রমিককে নিরাপদে বের আনা হয়েছে বলে জানিয়েছেন বেপজার জিএম আহসান কবির।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে যায় ও ভয়াবহ আগুন লাগে। ঘটনার পর পর উচ্চচাপসম্পন্ন গ্যাস লাইন বন্ধ করা হয়েছে। তবে গ্যাস সরবরাহ বন্ধের পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি।  আগুন কোনো ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। ইপিজেড, হাজিগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply