fbpx

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় ৪ ঘণ্টা অচল থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভাওয়াল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হলে এই পথে ট্রেন চলাচল শুরু হয়।

এদিন সকাল ১০টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ভাওয়াল এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়।

রাজেন্দ্রপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশের সময় একটি বগির চারটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। দুপুর ২টার দিকে লাইনচ্যুত বগি ও ট্রেনটি সরিয়ে নেয়া হলে রাজধানীর সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেলপথ স্বাভাবিক হয়।’

তবে রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সংস্কার করা হচ্ছে বলেও জানান স্টেশন মাস্টার।

Advertisement
Share.

Leave A Reply