fbpx

৫৩ হাজার ৩৬৭ বাংলাদেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পবিত্র হজব্রত পালনে শনিবার (২ জুলাই) পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

বাংলাদেশ থেকে এবার সর্বমোট ৬০ হাজার মুসুল্লি হজে যাওয়ার সুযোগ পাাচ্ছেন। ইতোমধ্যে এর ৯৯ দশমিক ৪৮ শতাংশ ভিসাই ইস্যু করা হয়ে গেছে।

সৌদি আরবের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় হজ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন রাষ্ট্রদূত।

সৌদি আরবে ২ জুলাই পর্যন্ত ১৪৭টি হজ ফ্লাইট গিয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট।

Advertisement
Share.

Leave A Reply