fbpx

৭ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৭ এপ্রিল থেকে দেশব্যাপী করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তখন আট সপ্তাহ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তখন ৮ সপ্তাহ হবে এবং তাতে টিকা নেয়া ব্যক্তির ইমিউনিটিও ভালো থাকবে। পাশাপাশি প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলমান থাকবে।

চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সোমবার পর্যন্ত টিকা নিতে ৩৬ লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। এরমধ্যে ১৫ লাখ ১৮ হাজার পুরুষ ও ৭ লাখ ৮৯ হাজার নারী টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক, বিমানের পাইলট, জাহাজের ক্রুসহ আরও অন্যান্য ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হচ্ছে।

আগের ৭০ লাখ টিকার পাশাপাশি মঙ্গলবার রাতে আরও নতুন ২০ লাখ টিকা দেশে এসেছে, পরবর্তীতে টিকা আনার পরিমান আরো বাড়ানো হবে। তাতে টিকার কোন ঘাটতি হবে না বলে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ৮ সপ্তাহ পর নিতে হবে দ্বিতীয় ডোজ। সে অনুযায়ী ৭ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তি দ্বিতীয় ডোজ পাবেন ৭ এপ্রিল।

Advertisement
Share.

Leave A Reply