fbpx

৮টি বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আজও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানী ঢাকাসহ আটটি বিভাগে আজও কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে, গতকাল দিবাগত রাতে ঢাকাসহ সারাদেশের ১৯টি অঞ্চলে কালবৈশাখী ঝড় হয়েছে।

আজ শনিবার (১৭ এপ্রিল) আবহাওয়া অধিদফতর থেকে সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরো কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Share.

Leave A Reply