fbpx

৯-এ পা কিং খান পুত্রের, শুভেচ্ছায় ভরিয়েছেন ভক্তরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আট পেরিয়ে ন’য়ে পা রাখলো বলিউড রাজপুত্র আব্রাম খান। শুক্রবার তার জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছেন মা গৌরি খান। সেখানে দেখা যায়, সমূদ্র সৈকতে স্পোর্টস বাইকে বসে আছে আব্রাম। ক্যামেরায় বেশ কায়দা করে চুল নাড়িয়ে পোজও দিয়েছে কিং খান পুত্র।

মুহূর্তেই এই ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছেন, বড় বড় তারকারাসহ লাখো ভক্ত। শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা বচ্চন, ডিজাইনার মনীশ মালহোত্রা, পরিচালক জোয়া আখতার, অভিনেত্রী দিয়া মির্জা, নম্রতাসহ আরও অনেকে।

২০১৩ সালে সারোগেসির সাহায্যে আব্রামের বাবা-মা হন শাহরুখ-গৌরী দম্পতি। এর মধ্যেই আকাশছোঁয়া জনপ্রিয়তা এই স্টার কিডের।

Advertisement
Share.

Leave A Reply