fbpx

গোড়ালির অস্ত্রোপচার করাতে হবে নেইমারকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ফরাসি লিগ ওয়ান ম্যাচ চলাকালে গোড়ালির ইনজুরিতে পড়েন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পুরনো ইনজুরির জায়গায় নতুন করে আঘাত পাওয়ায় সেখানে আবারও অস্ত্রোপচারের দরকার পড়েছে। যার ফলে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

অর্থাৎ, আগামী বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলা হবে না তার। গোড়ালির এই চোট কাতার বিশ্বকাপ থেকেই ভুগিয়েছে নেইমারকে।

পিএসজি কর্তৃপক্ষ থেকে প্রথম জানানো হয়েছিল, হাড় ফ্র্যাকচার হয়নি নেইমারের, তাই কিছুদিনের বিশ্রামের প্রয়োজন তার। তবে চিকিৎসকরা জানিয়েছে তার পায়ের গোড়ালির লিগামেন্ট পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে অস্ত্রোপচার জরুরি।

চলতি বছরের ১০ই জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেক্ষেত্রে তার দল পিএসজি ফাইনালে উঠলেও সেই ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা।

নিজের ক্যারিয়ারে বহুবার ইনজুরির এই কালো থাবার মধ্যে দিয়ে গেছেন নেইমার। ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপেও ইনজুরির কারণে সেমিফাইনালে খেলা হয়নি তার। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপেও ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি নেইমার।

Advertisement
Share.

Leave A Reply