fbpx

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আট শতাধিক মানুষ। ধ্বসে পড়েছে অনেক ঘরবাড়ি। এখনও ধ্বংসস্তুপে আটকে থাকাদের উদ্ধারে অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়বে।

এই দুর্যোগে ঘরহারা হয়েছেন অন্তত ১৫ হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট জোকো ইউদোদো নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে প্রসাশনকে ভুক্তভোগীদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বাসিন্দাদের শান্ত থাকারও আহ্বান জানান।

স্থানীয় সময় শুক্রবার ভোরের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের ম্যাজেনে শহরের ছয় কিলোমিটার উত্তরপূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে অন্তত ৬০টি বাড়ি ভেঙে পড়ে।
গণমাধ্যম বলছে, ম্যাজেনে শহরে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬০০ জন। আর সুলাওয়েসির পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি হাসপাতাল ধ্বসে পরে নিহত হয়ে আরও আট জন।

এর আগে ২০১৮ সালে ভূমিকম্প ও সুনামিতে নিহত হয়েছিল দুই হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply