fbpx

শতবর্ষে চীনের কমিউনিস্ট পার্টি, জমকালো উদযাপন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শতবর্ষ উদযাপন করছে চীনের কমিউনিস্ট পার্টি। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার দিনটিকে উদযাপন করছে দেশটির ক্ষমতাসীন দল।

রাজধানী বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে জড়ো হয় ৭০ হাজারেরও বেশি মানুষ। সামরিক বিমানের ফ্লাই-পাস্ট, তোপধ্বনি ও দেশাত্মবোধক গান দিয়ে দিবসটি উদযাপন শরু হয়।

দিনটি উপলক্ষ্যে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। ভাষণে দেশটির অভ্যন্তরিণ বিষয়ে বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে সকর্ত করেন তিনি। সেই সাথে জনগণকে ‘নতুন পৃথিবী’ গড়ে তোলার জন্য ধন্যবাদও দেন।

প্রেসিডেন্ট শি বলেন, ‘চীনের জনগণ শুধু পুরোনো বিশ্বকে ধ্বংস করতেই দক্ষতার পরিচয় দেয়নি, নতুন একটি বিশ্বও গড়ে তুলেছে।’

শতবর্ষ আগে ১৯২১ সালের ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টি – সিসিপি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এক গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে চীনের ক্ষমতায় আসে সিসিপি। এরপর থেকে টানা ৭২ বছর ধরে দলটি দেশটির ক্ষমতায় রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply