fbpx

‘লিডার আমিই বাংলাদেশ’র প্রচারে কুষ্টিয়ায় বুবলী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদুল ফিতর উপলক্ষে (২২ এপ্রিল) সারা দেশের ১০০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি। সিনেমার বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’র সব শো হাউসফুল না গেলেও বেশিরভাগ শো ৫০ ভাগের বেশি দর্শক পেয়েছে। ছবিটি সুপারহিটের পথে বলা যায়!

বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ‘লিডার আমিই বাংলাদেশ’ সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে আজ (২৮ এপ্রিল) সকালে ঢাকা থেকে কুষ্টিয়ায় গেছেন নায়িকা শবনম বুবলী, পরিচালক তপু খান ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। কুষ্টিয়া শহরের পরিমল টাওয়ারের স্বপ্নীল সিনেপ্লেক্সে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটি দেখবেন এবং দর্শকের সঙ্গে আড্ডা দিবেন তারা।

এ প্রসঙ্গে তপু খান বলেন, ‘ ছবিটি মুক্তি থেকে আমরা ঢাকার বিভিন্ন সিনেমা হলে গিয়ে সরাসরি দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখেছি। এই প্রথম ‘লিডার আমিই বাংলাদেশ টিম’ ঢাকার বাহিরে এলো। সেটাও সিনেমার প্রচারণার অংশ হিসেবেই। সকালে ঢাকা থেকে রওনা দিয়েছি আমরা পৌছালাম দুপুরে। এখন কুষ্টিয়া সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছি। এরপর তিনটার সময় কুষ্টিয়ার নতুন সিনেপ্লেক্সে স্বপ্নীল সিনেপ্লেক্সের যাব আমি ও বুবলী আপা।”

এদিকে, ঈদের মুক্তি প্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ ও ‘সুরমা সুরমা’ দুটিও বেশ আলোচনা রয়েছে। শুধু তাই নয়, মুক্তির দিন থেকে দাপট দেখিয়ে ব্যবসা করছে শাকিব-বুবলীর এই ছবিটি। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স।

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। এ ছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply