fbpx

টেস্টে ৭ নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এই সফরের জন্য ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। তাদের ঘোষিত ১৫ সদস্যের দলের ৭ জনই নতুন মুখ।

স্কোয়াডে থাকা সাত নতুন মুখেরা হলেন— ব্যাটসম্যান জাচারি ম্যাককাসকি, উইকেটকিপার টেভিন ইমলাচ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ, কেভিন সিনক্লিয়ার, পেসার আকিম জর্ডান, ও শামার জোসেফ।

ভাইস ক্যাপ্টিন হিসেবে রয়েছেন আলজারি জোসেফ। এছাড়া আছেন তাগেনারাইন চন্দরপল, জশুয়া সিলভা ও কেমার রোচ।

আগামী বছরের জানুয়ারির ১৭ তারিখে অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট। ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২৫ জানুয়ারি। এর আগে ২ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অ্যাডিলেডে কন্ডিশনিং ক্যাম্প করবে ওয়েস্ট ইন্ডিজ।

এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ দলঃ
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলজারি জোসেফ, তাগেনারাইন চন্দরপল, জশুয়া সিলভা, কার্ক ম্যাকেঞ্জি, আলিক আথানাজে, গুড়াকেশ মোতি, কেমার রোচ, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, ও শামার জোসেফ।

Advertisement
Share.

Leave A Reply