fbpx

টাইগারদের স্পিন কোচ হলেন পাকিস্তানের মুশতাক আহমেদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ৩০ নভেম্বর শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথের সঙ্গে বাংলাদেশের চুক্তি শেষ হওয়ার পর এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। ওই টুর্নামেন্ট পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন মুশতাক। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই পাক ক্রিকেটারের।

এর আগে ৫৩ বছর বয়সী সাবেক এই পাকিস্তানি তারকা বেশ কয়েকটি জাতীয় দলের স্পিন বিভাগ সামলেছেন। ২০০৮–১৪ ইংল্যান্ড, ২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০-২২ পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ ছিলেন মুশতাক আহমেদ। এছাড়া ২০১৪-১৬ সময়কালে তিনি বোলিং পরামর্শক ছিলেন পাকিস্তানের।

Advertisement
Share.

Leave A Reply