fbpx

টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে ইবাদত হোসেনের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এশিয়া কাপ-ওয়ানডে বিশ্বকাপের পর এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন টাইগার পেসার ইবাদত হোসেন। সম্প্রতি ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘ইবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না। এই ধরনের অস্ত্রোপচারের পর ১২ মাস পর্যন্তও লাগতে পারে সুস্থ হতে। অন্তত ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, ‘এর আগেও হয়ত ফিরতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না।’

গেল বছর ঘরের মাটিতে আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন ইবাদত হোসেন। হাঁটুর সেই চোটে মিস করেন এশিয়া কাপ। পরবর্তীতে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়ে উঠেনি টাইগার এই পেসারের। তারপর ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করাতে হয়েছিল তার। সফল অপারেশন শেষে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ইবাদত। গেল কিছুদিন আগে বল হাতে দাঁড়িয়ে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল তাকে। এ ছাড়া নিয়মিত চালিয়ে যাচ্ছিলেন শারীরিক অনুশীলনও।

Advertisement
Share.

Leave A Reply