fbpx

অনন্ত জলিলের প্রকৌশলীকে ৬ মাসের জেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়ায় অভিনেতা অনন্ত জলিলের নির্মাণাধীন প্রতিষ্ঠানের প্রকৌশলীকে ৬ মাসের কারাদণ্ড ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং কোম্পানি ডম-ইনো বিল্ডার্স লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে, জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে দশ দিনব্যাপী মশক নিধন অভিযানের প্রথম দিনেই মশার প্রজনন ক্ষেত্র ও লার্ভা পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করে ডিএনসিসির মোবাইল কোর্ট।

অভিযান পরিচালনা শেষে ডিএনসিসি মেয়র বলেন, ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে মশক নিধনে চিরুনী অভিযান। অভিযানের শুরুতেই মশার লার্ভা পাওয়ায় ডম-ইনোকে তিন লক্ষ টাকা জরিমানা এবং অনন্ত জলিলের নির্মাণাধীন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

করোনাকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় যেনো কারও মৃত্যু না হয়, সেজন্যই ডিএনসিসির সকল ওয়ার্ডে একযোগে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে।’

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর প্রতি আতিকুল ইসলামের আহবান, ‘তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের, নিজ নিজ অবস্থানে থেকে এবিষয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় কোন বাসা বা প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন মেয়র।

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে উত্তর সিটির উদ্যোগ সম্পর্কে মেয়র বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ প্রদানের লক্ষ্যে ওয়াসা থেকে হস্তান্তরিত খাল ও স্টর্ম স্যুয়ারেজ লাইন পরিষ্কার করা হচ্ছে। করোনা মহামারীকালে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

১লা জুন থেকে ১২ই জুন পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১০ দিনব্যাপী মশক নিধন চিরুনী অভিযান চলবে। নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করাই এই অভিযানের উদ্দেশ্য বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply