fbpx

অস্কারে যাবে অভিতাভ রেজার ‘রিকশা গার্ল’

Pinterest LinkedIn Tumblr +

দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে অভিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা‘রিকশা গার্ল’।

২২ জুলাই থেকে এ উৎসব শুরু হবে। এতে অমিতাভের ছবিটি প্রদর্শনের সাথে সাথে প্রতিযোগিতায়ও অংশ নেবে।

এ প্রসঙ্গে বিবিএস বাংলাকে অমিতাভ রেজা বলেন, ‘ছবিটি ডারবান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে। সেই সাথে সিনেমার প্রদর্শনী হবে। এই স্বীকৃতির মাধ্যমে ছবিটি অস্কারে জমা দেওয়ার জন্য কোয়ালিফায়িড হলো এই যা। এর চেয়ে বেশি কিছু না।’

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন নাসিফ আমীন।

সিনেমাটিতে অভিনয় করেছেন নভেরা রহমান, চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে। ইংরেজি ভাষায় নির্মিত এ সিনেমাটি এখনও আছে মুক্তির অপেক্ষায়।

Share.

Leave A Reply