fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

নাম না প্রকাশ করার শর্তে তানজিন তিশার এক সহকর্মী বলেন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর. ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা।
এ প্রসঙ্গে জানতে মুশফিক আর. ফারহানকে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি।

নাম প্রকাশ না করার শর্তে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিকবার এই অভিনেত্রী হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। বরাবরই এই অভিনেত্রী ফারহানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভুগতেন। অভিনেত্রীর ধারণা মতে, ফারহান এই সম্পর্কে শ্রদ্ধাশীল নন এবং এই অভিনেতা একাধিক জনের সঙ্গে সম্পর্কে আটকে আছেন।

উল্লেখ্য, তানজিন তিশা মুশফিক আর. ফারহানের আগে ছোট পর্দার আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply