fbpx

আফগানিস্তান ইস্যুতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব: মোমেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তান ইস্যুতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আফগানিস্তান পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

গতকাল ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আফগান পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। দেশটির সরকারের অবস্থান, নীতি দেখে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব। ভারত ও পাকিস্তানের আফগান নীতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের সিদ্ধান্ত, আমাদের মতো করেই নেব।

এসময় মন্ত্রী বলেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ নিয়ে তথ্য দেয়, সেটা অপরিপক্ক। এই ধরনের রিপোর্ট দুঃখজনক। আমাদের আহ্বান, তারা যেন সঠিক তথ্য প্রকাশ করে।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আমাদের মান-মর্যাদা বেড়েছে। আমরা এখন বিদেশে অ্যাপয়েন্ট পাই। যে দেশের কাছেই অ্যাপয়েন্ট চাই, আমরা পাই।

যুক্তরাজ্যে প্রবেশে লাল তালিকা থেকে বাংলাদেশিদের বাদ দেওয়ার জন্য  অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply