fbpx

আবারও আসছে অমিতাভ-দীপিকা জুটি

Pinterest LinkedIn Tumblr +

হলিউডের ব্লকবাস্টার ‘ইনটার্ন’ এর হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন। এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল ঋষি কাপুরকে। তাঁর সাথেই স্ক্রিন শেয়ারের কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু, ঋষি কাপুরের আকস্মিক মৃত্যুতে অমিতাভ বচ্চনকে এই সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়। বিগ বি রাজি হওয়ায় নতুন উদ্যমে এগোচ্ছে সিনেমা তৈরির পরিকল্পনা।

অমিতাভ এবং দীপিকা প্রথমবার এক সঙ্গে কাজ করেন সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে। বাবা-মেয়ের চরিত্রে এই তারকাদের অভিনয় সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। সেই জুটি আবার ফিরছে এটা শুনে নিশ্চয়ই অমিতাভ-দীপিকা ভক্তরা নড়েচড়ে বসবেন।

হলিউডের ছবি ‘ইনটার্ন’ এর দুই চরিত্রে অভিনয় করেছিলেন অ্যানি হ্যাথওয়ে ও রবার্ট ডি নিরো। সেই চরিত্র দু’টোতেই দেখা যাবে অমিতাভ এবং দীপিকাকে। হিন্দি রিমেকের পরিচালনায় থাকছেন ‘বাধাই হো’ খ্যাত অমিত শর্মা। এই মুহূর্তে তিনি ব্যস্ত অজয় দেবগন অভিনীত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’ সিনেমার পরিচালনায়। এই ছবির কাজ শেষ হলেই তিনি হাত দেবেন নতুন ছবির কাজে।

Share.

Leave A Reply