fbpx

আবারও বস্তিতে আগুন, চট্টগ্রামে পুড়ে মৃত্যু এক বৃদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) পাশে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে পুড়ে মারা গেছেন এক পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) বৃদ্ধা। নিহতের নাম নওশা। তার বয়স ছিল ৮০।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ‘সি’ ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা নওশা পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ছিলেন। তাই আগুন লাগার সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি।

অনেকে বলছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বস্তি পোড়ার ঘটনা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশক্ষেত্রেই নিম্নবিত্ত মানুষের মাথা গোজার একমাত্র ঠাঁই পোড়ার ঘটনার কোনো তদন্ত হয় না। বস্তিতে আগুন তাই যেন এক রহস্যময় ঘটনা বাংলাদেশে।

আবারও বস্তিতে আগুন, চট্টগ্রামে পুড়ে মৃত্যু এক বৃদ্ধার

বস্তিতে আগুন তাই যেন এক রহস্যময় ঘটনা বাংলাদেশে। ছবি : সংগৃহীত

Advertisement
Share.

Leave A Reply