fbpx

আরমানীটোলায় অগ্নিকাণ্ডে নিহত ৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর পুরান ঢাকায় আরমানীটোলায় ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ভেতর থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে থেকে আরও দুজনের মৃত্যু হয়েছে ।

আহদের মধ্যে ১৫ জন ভবনের বাসিন্দা বলে জানা গেছে। আর তিনজন ফায়ার সার্ভিস কর্মী। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে এর ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।

নিহতের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। নারী ঐ ভবনের বাসিন্দা এবং পুরুষটি ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন।

বাকি দুইজনের মরদেহ দুপুরে উদ্ধারকাজের সময় পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, ভবনটির নিচতলা থেকে আগুন শুরু হয়। নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে।তাই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবনের প্রায় সব ফ্লোরে ঢুকে দেখেছেন। সেখানে আর কেউ নেই। সবাইকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply