fbpx

উন্নত চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হলো তোফায়েল আহমেদকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।

তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়।

স্ট্রোক করায় গত ৩০ অগাস্ট তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আবুল খায়ের বলেন, ‘স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির  একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।  দিল্লির ওই হাসপাতালে এর আগে তাঁকে হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।

তিনি আরও বলেন, আগে থেকেই উনার কার্ডিওলজি ও নিউরোলজির কিছুটা সমস্যা ছিল। ৩০ অগাস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়। উনার মাইল্ড স্ট্রেক হয়েছিল।‘

তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন ৭৭ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতা। তিনি বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Advertisement
Share.

Leave A Reply