fbpx

এ বছর মিস ইউনিভার্স আসরে থাকছে না বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিস ইউনিভার্সের ৭০তম প্রতিযোগিতার মূল আসর বসছে ইসরায়েলে। বাংলাদেশের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভ্রমণ জটিলতা বিষয়টি বিবেচনা করে এবারের আসরে কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম বলেন, আয়োজনের ভেন্যু হিসেবে ইসরায়েলের নাম জানার পর এ বছর মিস ইউনিভার্স বাংলাদেশের নিবন্ধন কিংবা কোনো আয়োজন করা হয়নি।

ইসরায়েলের বন্দরনগরী এইলাটে সৌন্দর্য প্রতিযোগিতার এ বৈশ্বিক আসর বসছে এ বছরের ডিসেম্বরে।

উল্লেখ্য, ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে বিজয়ী হয়েছিলেন মডেল তানজিয়া  জামান মিথিলা। ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে তার প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply