fbpx

কমিউনিটি ক্লিনিকগুলিতে যাবে ১৪০ কোটি টাকার ওষুধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য প্রায় ১৪০ কোটি টাকার ২৭ প্রকার ওষুধ বরাদ্দ দিয়েছে সরকার। দেশজুড়ে থাকা ১৩ হাজার ৮৮১ টি কমিউনিটি ক্লিনিকে এসব ওষুধ বিতরণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কর্তৃপক্ষের ওষুধ কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, ‘সিবিএইচসিকে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কাছ থেকে মোট ১৩৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৮২০ টাকায় ২৭ প্রকার ওষুধের ৮০ হাজার ৭৩৪ কার্টন সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।‘

বুধবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব ছাড়াও আরও সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি। এসব ক্রয় প্রস্তাব বাস্তবায়নে মোট দুই হাজার ২০৫ কোটি ১৭ লাখ ২৪১৫ টাকা ব্যয় হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Advertisement
Share.

Leave A Reply