fbpx

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি

Pinterest LinkedIn Tumblr +

এবার করোনার প্রকোপের শিকার হয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি। গতকাল রবিবার (৬ ডিসেম্বর) তাঁর এই করোনা সংক্রমণের রিপোর্টটি পাওয়া যায়। এখন তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সোমবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ‘গতকাল (রবিবার) রাতে শিক্ষামন্ত্রীর করোনা পজেটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি বাসভবনে আইসোলেশন আছেন।’

অন্যদিকে, শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন (ইরাব) নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর করোনার আক্রান্ত হওয়ার খবর পেয়ে রোগমুক্তি কামনায় দোয়া করেছেন। তাছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনা ভাইরাসে আক্রান্ত হন। একই সময়ে আওয়ামী লীগের আরেক সাংসদ ও অভিনেতা আসাদুজ্জামান নূরও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

Share.

Leave A Reply