fbpx

‘করোনা টিকার অ্যাপস তৈরিতে খরচের সংবাদটি অসত্য’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা টিকার অ্যাপস তৈরিতে ৯০ কোটি টাকা খরচ হবার সংবাদটি অসত্য বলে দাবি করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডিজিটাল বাংলাদেশের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে করোনা টিকার অ্যাপস তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৯০ কোটি টাকা খরচ করেছে বলে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদটি অসত্য এবং এ ঘটনায় বিব্রত ও দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন প্রযুক্তি প্রতিমন্ত্রী।

পলক বলেন, ‘আমাদের নিজেদের লোকেরাই এই অ্যাপ তৈরি করছে। তাই এক টাকাও দাবি করিনি। এ সময় সরকারের অন্তত ৫০০ অ্যাপস রয়েছে যার সিংহভাগই অব্যবহৃত থাকছে। এসব অ্যাপ তৈরিতে বিপুল অর্থ ব্যয় হয়েছে। তাই এখন থেকে অ্যাপ তৈরির আগে প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করা হবে।‘

চলতি বছরে ৯০ শতাংশ সরকারি সেবা ডিজিটালাইজড করা হবে উল্লেখ করে পলক জানান, খুব দ্রুত দেশের সব নাগরিককে ইন্টারনেট সেবার আওতায় আনবে সরকার।

 

Advertisement
Share.

Leave A Reply