fbpx

কাতার থেকে অবরোধ তুলে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবার কাতারে ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার থেকে দেশটির সাথে স্থল, নৌ ও আকাশ পথ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। শুক্রবার আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে এ খবর নিশ্চত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার কাতারের সাথে সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দেয় সৌদি আরব। কাতারের ওপর সৌদি আরব ও তার মিত্রদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদির পথে  অবরোধ তুলে নেয় মিশরও।

এর আগে ২০১৭ সালে, কাতার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মদদ দিয়ে আসছে এমন অভিযোগে দেশটির সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর । তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার।

Advertisement
Share.

Leave A Reply