fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

কিডনি ও লিভার ঠিকমতো কাজ না করায় ঘন ঘন জ্বরে আক্রান্ত হচ্ছেন বেগম জিয়া: ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। এ কারণে তিনি বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও করোনা-পরবর্তী জটিলতায় খালেদা জিয়া ভুগছেন। মাসখানেক ধরেই তা সংবাদমাধ্যমকে জানানো হচ্ছিল। সংগত কারণে দেড় মাস পেরিয়ে গেলেও এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারছেন না তিনি।‘

মির্জা ফখরুল খালেদা জিয়ার জন্মদিন ইস্যু নিয়ে বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই খালেদা জিয়ার জন্মদিনের মতো বিষয়কে অযাচিতভাবে ইস্যু করছে।

Advertisement
Share.

Leave A Reply