fbpx

কুয়াশা ডানা মেলেছে ঢাকায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিছুটা দাওয়াত করেই যেন আনতে হচ্ছে শীতকে! আসি আসি করে ঢাকায় জমেনি হিমের ঠকঠকে অনুভূতি। অথচ সারা দেশে শীতের আগমনসহ কুয়াশার বিচরন ছিলো আগেই, রাজধানী ঢাকায় এমন আবহ কমই তৈরি হয়েছে। তবে শনিবার সকাল থেকেই ঢাকায় কুয়াশা যেন ডানা মেলেছে। ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালকা কুয়াশায় আচ্ছন্ন এদিনের ঢাকা। বইছে হালকা হিমেল হাওয়া। সূর্যের দেখা মিললেও তার নেই কোনো তেজ।ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ঢাকায় ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement
Share.

Leave A Reply