fbpx

খণ্ডিত তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

Pinterest LinkedIn Tumblr +

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা প্রসঙ্গে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বয়ে যাচ্ছে আলোচনা ও সমালোচনার ঝড়। বৃহস্পতিবার সে প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আন্তর্জাতিক মানের স্মৃতিকেন্দ্র গড়ে তোলার মহাপরিকল্পনা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানের কিছু গাছ কাটা হয়েছে, এমনটাই জানানো হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিবৃতিতে।

সেখানে আরও বলা হয়, উদ্যান থেকে কিছু গাছ কাটা হলেও পরবর্তীতে সেখানে আরও এক হাজার গাছ লাগানোর পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের। খণ্ডিত তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও বিবৃতিতে জানায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে ‘খণ্ডিত তথ্য’ প্রচার হয়েছে দাবি করে তাতে জনমনে ‘বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে’ বলেও মন্তব্য করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁ ও হাটার পথ নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন ও দেয়াল চিত্রে প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Share.

Leave A Reply