fbpx
BBS_AD_BBSBAN
৩০শে নভেম্বর ২০২২ | ১৫ই অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

ঘোড়াশাল সার কারখানায় আগুন, ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১২ টার দিকে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নবনির্মিতব্য ফ্যাক্টরি ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিটের উপপরিচালক নুরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকেই সার কারখানার নতুন ফ্যাক্টরি ভবনের নির্মাণ কাজে ব্যস্ত ছিলো শ্রমিকেরা। বেলা ১২টার দিকে তিতাস গ্যাসের পাইপলাইনের উপর পাইলিং এর কাজ করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় আগুনে পুড়ে একটি পাইলিং মেশিন নষ্ট হয়ে যায়। এছাড়া আর কোন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিতাস গ্যাস কোম্পানি বাল্ব স্টেশন থেকে গ্যাস সংযোগ বন্ধ করলে আগুন নেভানো সম্ভব হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply