fbpx

চাঁদে রকেট পাঠাবে তুরস্ক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একমাত্র উপগ্রহের দখল নিয়ে যেন মেতেছে পৃথিবীর পরাশক্তিরা। চীন, ভারতের পর এবার চন্দ্র অভিযানের ঘোষণা দিলো তুরস্ক। মঙ্গলবার জাতীয় মহাকাশ কর্মসূচি এবং তুর্কি স্পেস এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি জানান, ২০২৩ সালে চাঁদে অবতরণ করবে তার দেশ।

মহাকাশ অভিযানকে লক্ষ্য রেখে আগামী ১০ বছরের জন্য আরও কিছু পরিকল্পনার ঘোষণা দেন এরদোয়ান। এর মধ্যে আছে, চাঁদে রকেট পাঠানো ও মহাকাশ-বন্দর তৈরি করা।

এরদোয়ান বলেন, ‘২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমরা হাইব্রিড রকেট পাঠাব। আল্লাহ চাইলে আমরা চাঁদে যাচ্ছি।’

তুর্কি প্রজাতন্ত্রের ১০০ বছর পূর্তিও হচ্ছে ২০২৩ সালে। এ উপলক্ষে এরদোয়ান চান, তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের পা থাকবে মাটিতে কিন্তু চোখ থাকবে আকাশে। আমাদের শিকড় থাকবে বিশ্বে, ডালপালা থাকবে মহাকাশে।’

এর আগে, ২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় আর্থিক অনটন চলছিলো। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় প্রেসিডেন্ট এরদোয়ানকে। তবে এই প্রকল্পের সমর্থকদের দাবি করেন, এর মাধ্যমে তুরস্কের মহাকাশ গবেষকেরা উপকৃত হবেন। একই সাথে বন্ধ হবে মেধা পাচার।

Advertisement
Share.

Leave A Reply