fbpx
BBS_AD_BBSBAN
৭ই ডিসেম্বর ২০২২ | ২২শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

ছবিতে দেখুন পরীমনির ‘হ্যাপি মর্নিং’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমানে ঢাকার চলচ্চিত্রে তাঁকে বলা হয় সবচেয়ে সুন্দরী এবং ব্যস্ততম নায়িকা। এরই মধ্যে তিনি নিজেকে প্রমাণ করেছেন ঢালিউডে। একের পর এক সেরা সব পরিচালকদের সাথে কাজ করছেন এবং সফল হচ্ছেন। বলছি এ সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনির কথা। তিনি এখন দারুণ সময় পার করছেন, সেটা তার ফেসবুক ওয়ালের ছবি দেখেই বোঝা যায়। আজ সকালে তিনি নিজের কিছু অসাধারণ ছবি পোস্ট করেন ফেসবুকে। নীল পোশাকে প্রজাপতির মেলা বসেছে যেন তার গায়ে। খোলা চুলে নীল আকাশের নীচে সে যেন আসলেই পরী হয়ে ধরা পড়েছে নিজের মুঠোফোনের লেন্সে। নীল আকাশের ছোঁয়ায় পরী যেন অতি মানবীয় একজন!

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রুথ ইজ দ্য রিলিফ, লাইক এ ফ্রেশ ব্রেথ। ট্রুথ ইজ বিউটিফুল, লাইক এ মর্নিং লাইট #পরী, হ্যাপি মর্নিং’

ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে কতোটা খুশি এবং সুখী তিনি!

ছবিতে দেখুন পরীমনির ‘হ্যাপি মর্নিং’

ছবি: পরীমনির ফেসবুক ওয়াল থেকে

ছবিতে দেখুন পরীমনির ‘হ্যাপি মর্নিং’

ছবি: পরীমনির ফেসবুক ওয়াল থেকে

ছবিতে দেখুন পরীমনির ‘হ্যাপি মর্নিং’

ছবি: পরীমনির ফেসবুক ওয়াল থেকে

২০১৫ তে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরীমনির অভিষেক হয়। কয়েকদিন আগেই তিনি ‘মুখোশ’ এবং ‘স্ফুলিঙ্গ’ সিনেমার শুটিং এবং ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সিনেমার ডাবিং শেষ করলেন। সামনেই তার অভিনীত এই সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে।

Advertisement
Share.

Leave A Reply