fbpx

জাকারিয়া খান চৌধুরী আর নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
জাকারিয়া খান চৌধুরী আর নেই। তার পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৩৩ সালে ১৮ নভেম্বর আসামের শিবসাগর শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্মগ্রহণ করেন জাকারিয়া খান চৌধুরী। ১৯৫২ সালে তিনি যুক্ত ছিলেন মহান ভাষা আন্দোলনের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে অর্থনীতিতে সম্মান ডিগ্রি লাভ করেন তিনি। জাকারিয়া খান চৌধুরী মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের সংগঠকের দায়িত্ব পালন করেন। ৭৫ পরবর্তি সময়ে তিনি জিয়াউর রহমান সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে। জাকারিয়া খান চৌধুরী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাংসদ হন। কবি হিসেবেও তার পরিচিতি আছে। দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রকাশক ছিলেন তিনি।
Advertisement
Share.

Leave A Reply