fbpx

জাফরুল্লাহকে উল্টাপাল্টা কথাবার্তা না বলার অনুরোধ মির্জা ফখরুলের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টাপাল্টা কথাবার্তা না বলার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অনুরোধ করেছেন।

৬ সেপ্টেম্বর (সোমবার) ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

গত ২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জেনারেল এম এ জি ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ওই সভায় তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি।

ওই বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘(ডা. জাফরুল্লাহ) কে অনুরোধ জানাব, যে সমস্ত কথায় জনগণ বিভ্রান্ত হয় সেসব কথা যেন তিনি না বলেন। তারেক রহমানই হচ্ছে বিএনপির নেতা। তারেক রহমানই আমাদের সুসংগঠিত করছেন। পুরো দল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন,’গঠনতন্ত্র অনুযায়ীই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন। তারেক রহমান আগেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলের মধ্য থেকেই তিনি ধারাবাহিকভাবে এই পদে এসেছেন। তিনি বিদেশে থেকেও সফলতার সঙ্গে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করছেন। তৃণমূল পর্যায়ে প্রতিটি নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এখানে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না।’

Advertisement
Share.

Leave A Reply