fbpx

ডেইজ অব কোয়ারেন্টাইন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবি সিফাত বিনতে ওয়াহিদের জন্ম ২৭ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে। শৈশব কেঁটেছে ঢাকার মগবাজারে। বর্তমানে মাসিক পত্রিকা ‘প্রান্ত বার্তা’য় ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত। প্রথম বই প্রকাশ ২০১৬ সালে। নাম ‘পুনর্জন্ম’। ২০১৮ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ঘরের ভেতর ঘর নাই’। তার সর্বশেষ কবিতার বই ‘নিঃসঙ্গতায় আরো কিছু দেখা হোক’ প্রকাশিত হয় ২০১৯ সালে।

শিরদাঁড়াটা ভাঙবে যদি, তবে
উল্টেপাল্টে দেখলে কেন এসে?
বারুদঘরে আগুন দিতে গিয়ে
উপচে ফেললে যা ছিল বিশ্বাস।

কোথাও কিছু বাদবাকি কি আছে?
নদীর শেষে মেঘলা ভোরের আকাশ
বুকে কিছু তার অচল আদর পড়ে,
আঘাতে মোড়াও চেতনা যেন না ফিরে।

শোনোনি কি তুমি ঘুমপাড়ানি গান,
কত রাত জেগে আদর মাখা ডাকে?
ঘুমকে বলেছি, এসো না আমার কাছে
তার চোখে দিও চুমুর প্রতিদান।

এ খেলা শেষে উড়তে গিয়ে, ইশ!
চিতায় আগুন জ্বলছে অহর্নিশ
তুমি সুখী হও, ঘুমিয়ো আহ্লাদে
মৃতপাখিটার কী-ই বা করার থাকে?

: ডেইজ_অব_কোয়ারেন্টাইন, ১৪ জানুয়ারি ২০২১, বনশ্রী, ঢাকায় লিখিত

Advertisement
Share.

Leave A Reply