fbpx

দিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি স্বাস্থ্য খাত চাইলে এক দিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া সম্ভব। চাহিদা অনুযায়ী এখন থেকে দেশে প্রতি মাসে ৩ কোটি ডোজ টিকা চলে এলে আমরা সেগুলো ভালোভাবেই মানুষকে দিতে সক্ষম হব।’

বুধবার (২০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সংগঠন ইউএইচএফপিও আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ডিসেম্বরের মধ্যে টিকা প্রদানের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেভাবে সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে টিকা চলে আসছে, তাতে এ বছর ডিসেম্বরের মধ্যেই লক্ষ্যমাত্রার অন্তত ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। বাংলাদেশ এ মুহূর্তে কোনো টিকা উৎপাদন না করলেও দেশে পৃথিবীর উৎপাদিত প্রায় সব ধরনের টিকাই চলে এসেছে।‘

দেশের সব মানুষকে টিকার আওতায় আনা হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘১৮ বছরের ওপরে যারা রয়েছেন, তাদের সবাইকে টিকা দেওয়া হবে, এছাড়া স্কুল শিক্ষার্থী ১২ থেকে ১৭ বছরের যারা রয়েছে, তাদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ক্রমান্বয়ে দেশের সব মানুষই টিকা পাবে।‘

এসময় উপজেলা স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন স্বাস্থ্যমন্ত্রী এবং সেগুলো পূরণেরও আশ্বাস দেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply