fbpx

শিক্ষাপ্রতিষ্ঠানে সাতদিনের ছুটি ঘোষণা মাউশির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলমান তাপপ্রবাহের মধ্যে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সব ধরণের শিক্ষা-প্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক ও মাধ্যম বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে কার্যত এই ছুটি হবে ২৭ এপ্রিল পর্যন্ত।

মাউশির মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী গণমাধ্যমকে বলেন, আবহাওয়া পরিস্থিতির অবনিতর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত পুর্ণবিবেচনা করা হবে।

এর আগে তীব্র গরমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ৭ দিন বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply